বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​​​​​​​মাদারীপুরে উদ্বোধনের অপেক্ষায় ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন প্রবীণ নিবাস

মনজুর হোসেন, মাদারীপুর
  ২০ জানুয়ারি ২০২২, ২১:৪৪

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামে নবনির্মিত ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন প্রবীণ নিবাস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এতিমখানা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে সব প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করার জন্য দৃষ্টিনন্দন ভবন নির্মাণ শেষ হয়েছে ইতিমধ্যে ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট এর কার্যক্রম শুরু হয়েছে

জানা গেছে, পাঁচখোলা গ্রামে দশ একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় ওয়াজেদা কুদ্দুস প্রবীণ নিবাস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এতিমখানা এসব প্রতিষ্ঠান এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে পাঁচ ছয় তলা দৃষ্টিনন্দন ভবন নির্মাণ শেষ হয়েছে

ভবনগুলোতে রয়েছে লিফটের সুব্যবস্থা রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা ইতিমধ্যে নার্সিং ইন্সটিটিউট এর কার্যক্রম শুরু হয়েছে ত্রিশ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের কাজ চলমান রয়েছে ভবনে রয়েছে বড় লাইব্রেরী ক্যাম্পাসের ভিতরে হাটার জন্য সুন্দর ওয়াক ওয়ে রয়েছে এছাড়াও প্রতিষ্ঠা করেন কলেজ অনেক দিন পূর্ব থেকেই শিক্ষা কার্যক্রম চলছে . মোজাম্মেল হক খান কলেজে গ্রামের মাটির রাস্তা তার প্রচেষ্টায় এখন বড় পাকা সড়কে পরিণত হয়েছে নির্মাণ করেছেন দৃষ্টি নন্দন মসজিদ এসব প্রতিষ্ঠা করেন মাদারীপুরের পাঁচখোলা গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার . মোজাম্মেল হক খান সব প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার ফলে বদলে গেছে পুরো পাঁচখোলা গ্রামের চিত্র সব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অনেক শিক্ষিত বেকার যুবকের জীবন যাত্রার মান পরিবর্তন হয়েছে এলাকার সাধারণ মানুষের এলাকার অনেক বেকার শিক্ষিত যুবকের সরকারি চাকুরীর ব্যবস্থা করেছেন

পাঁচখোলা গ্রামের অলিউল্লাহ ইসলাম ইমন, মো. জয় খান, তামান্না আক্তার বলেন, এই গ্রামে একটি কলেজ, ওয়াজেদা কুদ্দুস প্রবীণ নিবাস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এতিমখানা, নার্সিং ইন্সটিটিউট, হাসপাতাল, রাস্তা, ব্রিজ নির্মাণসহ বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার . মোজাম্মেল হক খান তারই প্রচেষ্টায় আমাদের গ্রামে বড় বড় প্রতিষ্ঠান হয়েছে

পাঁচখোলা গ্রামের ওয়াহেদুজ্জামান বাতেন বলেন, ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার . মোজাম্মেল হক খান এর কারনে আজ পাঁচখোলা গ্রামসহ মাদারীপুরের চিত্র বদলে গেছে জেলার প্রথম প্রবীণ নিবাস তিনি প্রতিষ্ঠাতা করেছেন পাশাপাশি বহু সমাজসেবা মূলক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন এখানে যে এতিম খানা রয়েছে তাতে সকল ধর্মের এতিম শিশু ভর্তি হতে পারবে এতিম শিক্ষার্থীরা আরবি পড়ার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং প্রশিক্ষণ নিতে পারবে মাদারীপুর জেলায় একত্রে এক জায়গায় এত প্রতিষ্ঠান আর নেই আমরা পাঁচখোলাবাসী . মোজাম্মেল হক খান এর জন্য গর্বিত তিনি গ্রামে জন্ম না নিলে আজ গ্রামের এত উন্নয়ন হতো না দোয়াকরি মহান আল্লাহ যেন তাকে সুস্থ্য রাখেন এবং দীর্ঘায়ু দান করেন

জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ স্কাউটস প্রধান জাতীয় কমিশনার . মোজাম্মেল হক খান জেলা স্কাউটস এর উন্নয়নের জন্য অনেক কাজ করছেন তার প্রচেষ্টায় ছয়তলা ভিত বিশিষ্ট মাদারীপুর জেলা স্কাউটস ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে স্কাউটস এর উন্নয়ণের পাশাপাশি তিনি সেবামূলক অনেক কাজ করে যাচ্ছেন

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে