বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা বিএনপি। শনিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সাধারন সম্পাদক জহুরুল আলম ও যুগ্ন সাধারন সম্পাদক অ্যাড. আবু মোহাম্মদ সোয়েম ও অ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মারুফ পারভেজ প্রিন্সসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বক্তারা খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে নেতা-কর্মীদের কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
যাযাদি/এস এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd