জয়পুরহাটে কিডনি পাচারকারী দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ লাইন্সের ড্রিল সেডে এক সংবাদ সম্মেলনে দালালদেরকে গ্রেপ্তার করার ঘোষণা দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
সংবাদ সন্মেলনে পুলিশ সুপার জানান, অভাবের সুযোগ নিয়ে কালাই উপজেলার বিভিন্ন গ্রামের মানুষকে সুদে টাকা ধার দেওয়ার প্রলোভন দেখিয়ে পরে ধারের টাকা শোধ করতে না পারলে কিডনি বিক্রিতে উদ্বুদ্ধ করে দালালরা। তারা এক একটি কিডনি উচ্চ মুল্যে বিক্রি করলেও যারা কিডনি দেয় তাদের মাত্র ১ থেকে ২ লাখ টাকা দিয়ে বিদায় করে। পরে চিকিৎসার অভাবে এসব ভিকটিম বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিভিন্ন এলাকয় অভিযান চালিয়ে কিডনি বিক্রির দালাল চক্রের হোতা মোশারফ, মোকারম, সাহারুল, সাদ্দামসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নুপেন্দ্রনাথ মন্ডল, সাধারন সম্পাদক রতন কুমার খাঁ সহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।
যাযাদি/ এম
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd