বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​​​​​​​হাতিয়ায় বিপুল পরিমান অবৈধ চরঘেরা ও বেহুন্দী জাল জব্দ

হাতিয়া প্রতিনিধি
  ১৯ মে ২০২২, ১৯:৪৬

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান চরঘেরা, বেহুন্দী মশারী জাল জব্দ করেছে নৌ-পুলিশ উদ্ধার করা এসব জাল বৃহস্পতিবার দুপুরে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির পাশে নদীর তীরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়

হাতিয়া নৌ-পুলিশ জানায়, নিয়মিত টহলের অংশ হিসাবে অভিযান করে নৌ-পুলিশের একটি টিম এসময় হাতিয়ার তমরদ্দি চরচেঙ্গা ঘাটের পাশে অভিযান করে এসব জাল জব্দ করা হয় নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে এসব জালের মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি

এসময় নদীতে পাতানো অবস্থায় অনেক গুলো মশারী জাল, চরঘেরা বেহুন্দী জাল জব্দ করা হয় ঘাটে এনে পরিমাপ করে দেখা গেছে জব্দ করা জালের মধ্যে বেহুন্দী জাল ১৮ হাজার মিটার, ২০টি মশারী জাল লাখ মিটার চরঘেরা জাল রয়েছে মশারী জাল ব্যবহার করে জেলেরা চিংড়ি পোনা শিকার করে আসছে অনেক দিন থেকে এসময় চিংড়ি পোনা পরিবহনের জন্য অনেক গুলো প্লাস্টিকের বল তাতে বেশ কিছু চিংড়ি পোনা উদ্ধার করে নদীতে অবমুক্ত করে দেওয়া হয়

পরে জব্দ করা অবৈধ এসব জাল মৎস্য অফিসের প্রতিনিধি , জনপ্রতিনিধি স্থানীয় গনমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়

এব্যাপারে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, নদীতে যে কোন অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে প্রতিদিন আমাদের দুটি টিম সকালে বিকালে ভিন্ন ভিন্ন ভাবে টহল দিয়ে থাকে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে