কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মসলেম আলী শেখ (৫৫) নামের ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের মোল্লাতেঘরিয়া মোড়ে এই ঘটনা ঘটেছে। নিহত মসলেম আলী শেখ কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী পশ্চিম পাড়া এলাকা মৃত আদম আলী ফকিরের ছেলে।
পুলিশ ও মসলেম আলীর স্বজনদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মসলেম আলী তার ভ্যান নিয়ে খুব বাড়ি থেকে বের হন। সকাল ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের মোল্লাতেঘরিয়া মোড়ে একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশার সঙ্গে মসলেমের ভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মসলেম ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। পরে পথচারীরা আহত মসলেমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাব্বিরুল আলম জানান, নিহত মসলেমের মৃতদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া সিএনজি অটোরিকশাটিকে শনাক্তের চেষ্টা চলছে।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd