ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের দুই মাদক পাচারকারীকে ৬০ পিচ ইয়াবাসহ আটক করেছে ভোলা ডিবি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর ওই দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
ভোলার পুলিশ মিডিয়া সেল জানায়, ডিবির এসআই মো. হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের মৃত হাশেম মাস্টারের বাড়ির সামনে থেকে আবুল কালাম মাঝিকে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। কালাম চকডোষ গ্রামের জনৈক নুরুল ইসলামের বাসার ভাড়াটিয়া।
এছাড়া বোরহানউদ্দিন পৌরসভার ছয় নাম্বার ওয়ার্ডের কলেজ রোডের ব্রাক অফিসের সামনের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. আওলাদকে পঁঞ্চান্ন পিচ ইয়াবাসহ আটক করেন। আওলাদ কাচিয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের সাবেক মেম্বার।
মিডিয়া সেলে আরও জানায়,ওই দুই আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
যাযাদি / এসএস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd