২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে মাদারীপুর তথ্য অফিসের উদ্যোগে ব্যাপক প্রচারণা চলছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-গঞ্জ ও শহরে সড়ক প্রচার, রেকডকৃত সংগীত, বিশেষ সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন সড়কের পাশে অস্থায়ী পিভিসি বিলবোড স্থাপন করা হয়।
জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সফল করার জন্য মাদারীপুর তথ্য অফিসের উদ্যোগে ব্যাপক প্রচারণা চলছে।
গত ১৩ জুন থেকে তথ্য অফিসের শিল্পীদের দিয়ে জেলার বিভিন্ন স্থানে বিশেষ সংগীতানুষ্ঠান পচিরালনা করা হয়। তথ্য অফিসের গাড়ী দিয়ে সড়ক প্রচারের অংশ হিসেবে রেকডকৃত সংগীত, নিয়মিত সড়ক প্রচার অব্যাহত রয়েছে, কাঠালবাড়ি ঘাটে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৬ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের পথ প্রচার চলমান রয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন প্রধান সড়কের পাশে ১৬টি অস্থায়ী পিভিসি বিলবোড বসানো হয়েছে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd