লালমনিরহাটের হাতীবান্ধায় মেহেদী হাসান (৩০) নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে শুক্রবার যশোরের অভয়নগর এলাকা থেকে মেহেদীকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।
মেহেদী হাসান হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তালুকদারের বড় ভাই ঠাংঝাড়া এলাকার লতিফ তালুকদার ওরফে লতিফ মুন্সির ছেলে বলে জানা গেছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, ২০১৭ সালের রাষ্ট্র বিরোধী নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই সময় ডিবি পুলিশের উপ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে টংভাঙ্গা এলাকায় ২০১৭ সালের ২৮ আগষ্ট একটি নাশকতা ঘটনায় মামলা দায়ের করেন। সেই মামলা দীঘদিন ধরে পালাতক ছিলেন মেহেদী হাসান।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd