কুমিল্লার বরুড়ায় এমপিওভূক্ত হলো ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান। নতুন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো উচ্চ মাধ্যমিক কলেজ ছোট তুলাগাও মহিলা কলেজ মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে - শাহেরবানু আইডিয়েল স্কুল, নলুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়, ভাতেশ্বর উচ্চ বিদ্যালয়। জুনিয়র স্কুলের মধ্যে রয়েছে- ওড্ডা পিপিসি জুনিয়র স্কুল।
এছাড়া, কামিল মাদ্রাসা হলো- বরুড়া সুন্নিয়া কামিল (এম.এ) মাদ্রাসা এবং দাখিল মাদ্রাসা - বেওলাইন দাখিল মাদ্রাসা, রাড়ী মহিলা দাখিল মাদ্রাসা।
যাযাদি/এসএস