মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

কুড়িগ্রামে বন্যার্তদের পাশে নওগাঁ ব্ল্যাড সার্কেল

নওগাঁ প্রতিনিধি
  ১৫ জুলাই ২০২২, ১৪:২৬
কুড়িগ্রামে বন্যার্তদের পাশে নওগাঁ ব্ল্যাড সার্কেল

নওগাঁর সামাজিক সেচ্ছাসেবী রক্তদান সংগঠন ব্ল্যাড সার্কেল এর উদ্যোগে কুড়িগ্রাম জেলার বানভাসীদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে সংগঠনটির নেতৃবৃন্দের উপস্থিতিতে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার পাত্রখাতা গ্রামে ৫০টি বানভাসী পরিবারের মাঝে ১৮ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় নওগাঁ ব্ল্যাড সার্কেলের পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা সম্পাদক মুহাম্মাদ রবিউল সরদার, সদস্য ওয়াজকুরুনি রহমান, স্থানীয় স্বেচ্ছাসেবী আব্দুল খালেক ও ফরহাদ রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।

নওগাঁ ব্ল্যাড সার্কেলের পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম বলেন, বন্যার্তদের যেমন শুকনা খাবারের প্রয়োজন, ঠিক তেমনি সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন নগদ টাকা। অথচ বর্তমান সময়ে সকলেই শুধুমাত্র খাদ্য সামগ্রী দিয়ে তাঁদের সহায়তা করছে। আমরা তাঁদের নগদ টাকার প্রয়োজনীয়তার বিষয়টি উপলব্ধি করতে পেরেছি। তাই তাঁদের মাঝে সামান্য কিছু নগদ টাকা বিতরন করা হলো। আমাদের সংগঠনের ৯৮ ভাগই ছাত্র। তাই ইচ্ছে থাকলেও খুব বেশি পরিমাণ টাকা আমরা দিতে পারিনা।

২০১৭ সালে ব্ল্যাড সার্কেল প্রতিষ্ঠার পর থেকে প্রায় সাড়ে ৩ হাজার রোগীকে আমরা রক্তদান করেছি। এছাড়াও যেকোনো দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছি। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

যাযাদি/ এসএই

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে