টানা ছয়দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আয়াত (১৭) মারা গেছেন। শুক্রবার দুপুর ২ টার দিকে মারা যান বলে যায়যায়দিনকে নিশ্চিত করেছেন মোঃ টিপু নামে তার এক ঘনিষ্টজন।
তিনি বলেন, ঘটনার পর থেকেই লাইফ সাপোর্টে থাকলেও হার্টবিট, অক্সিজেন পালস কিছুটা উন্নতি হয়েছিল। তবে আজ সকাল থেকে তার অবস্থার আবারো অবনতি হয়। আয়াত হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমানবাজার এলাকার লাইনম্যান কবিরের বাড়ির সিএনজি চালক আব্দুস শুক্কুরের পুত্র।
সে কে এস নজুমিয়াহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। উল্লেখ্য ২৯ জুলাই মিরসরাই খৈয়াছড়া ঝর্ণা উপভোগ করে ফেরার পথে চলন্ত ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চালকসহ ১১ যুবক ঘটনাস্থলে নিহত হন। আয়াতসহ আরো সাতজন গুরুতর আহত হয়ে চমেক চিকিৎসাধীন ছিল। হতাহতরা সবাই হাটহাজারীর বাসিন্দা।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd