সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ধর্মপাশায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২২, ১৯:০৮
ধর্মপাশায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের  মৃত্যু
ধর্মপাশায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা বাড়ির সামনের পুকুরের পারিতে ডুবে সাব্বির মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের নিজ বসতঘরের সামনের পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ওই যুবকের মৃত্যুর হয়।

নিহত সাব্বির মিয়া চকিয়াচাপুর গ্রামের মো. আফতাব উদ্দিনের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা সাব্বির মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি নিজ বসত ঘরের সামনে থাকা পুকুরের পানিতে গোসল করতে যান। এক পর্যায়ে তিনি ওই পুকুরের পানিতে ডুবে গিয়ে তলিয়ে যান। খোঁজাখৃুঁজি করে ওইদিন সকাল আটটার দিকে ওই পুকুর থেকে মৃত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে এলাকাবাসী।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল বলে শুনেছি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে