তুরাগে কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৮
তুরাগ-উত্তরা প্রতিনিধি
রাজধানীর তুরাগের রাজাবাড়ি (পুকুরপাড়) এলাকায় একটি হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার(৬আগস্ট) বেলা আনুমানিক ১২টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এতে কারখানাটির মালিক মাজহারুল ইসলামসহ ৮ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান যায়যায়দিনকে জানায়, হ্যান্ড স্যানিটাইজার কন্টেইনারের মুখ খুলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে গোডাউন মালিকসহ মোট আটজন দগ্ধ হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানা সংলগ্ন একটি রিক্সা গ্যারেজের খালি জায়গায় শ্রমিকরা মালামাল ফেলে কাজ করছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণের আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসে আশপাশের মানুষজন।
আগুন নেভানোর সময় কয়েকজন শ্রমিক আগুনে দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
যাযাদি/এসএস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd