সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

চৌদ্দগ্রামে বঙ্গমাতার জন্মদিনে কোরআন খতম ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার চৌদ্দগ্রাম
  ০৮ আগস্ট ২০২২, ১৬:০৯
চৌদ্দগ্রামে বঙ্গমাতার জন্মদিনে কোরআন খতম ও মিলাদ মাহফিল
চৌদ্দগ্রামে বঙ্গমাতার জন্মদিনে কোরআন খতম ও মিলাদ মাহফিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য ও বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলুর উদ্যোগে কুমিল্লা চৌদ্দগ্রামের কাদঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআন খতম, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকালেউপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১শতাধিক আলেম ওলামা

ও এয়াতিমদের নিয়ে আয়োজিত কোরআন খতম, মিলাদ ও আলোচনা সভায় মোঃ খলিলুর

রহমান বিএসসি’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাওলানা মোঃ হুমায়ূন কবির, মাওলানা জহিরুল ইসলাম ও মোঃ জসিম উদ্দিন। এসময় উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও

যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বজলুর রশিদ বুলু, শোকাবহ আগষ্টে প্রতিবছর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেন। প্রতি বছরের মতো এবারো আগষ্ট মাসে বঙ্গবন্ধুর পরিবারের শোকাবহ ৫ই আগষ্টে বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের জন্মদিন, ৮ই আগস্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম দিন, ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সদস্যদের হত্যা ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা নিয়ে ৪টি দিবসে বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নে চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে মিটিং, আলোচনা ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে