সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বকশীগঞ্জের চন্দ্রাবাজ আল নূর জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
  ১৪ আগস্ট ২০২২, ১৯:৩৮
বকশীগঞ্জের চন্দ্রাবাজ আল নূর জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন
বকশীগঞ্জের চন্দ্রাবাজ আল নূর জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া আল নূর জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

১৪ আগস্ট রোববার বিকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার প্রধান অতিথি থেকে উক্ত নির্মাণ কাজের উদ্বোধন করেন।

নির্মাণ কাজ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান আলী মিন্টুর সঞ্চালনায় অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি একেএম হামিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার, চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, রূপালী ব্যাংক লিমিটেডের বকশীগঞ্জ শাখা ব্যবস্থাপক আহসানুল হামিদ, বিএনপি নেতা গোলাম রব্বানী, আবদুল কাদের মাস্টার প্রমুখ।

স্থানীয় গ্রামবাসী মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করতে উপজেলা পরিষদ , বাট্টাজোড় ইউনিয়ন পরিষদ সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে