সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বরগুনায় ছাত্রলীগের উপর পুলিশের হামলার প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ, সমাবেশ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
  ১৬ আগস্ট ২০২২, ২০:৩২
বরগুনায় ছাত্রলীগের উপর পুলিশের হামলার প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ, সমাবেশ
বরগুনায় ছাত্রলীগের উপর পুলিশের হামলার প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ, সমাবেশ

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন বরগুনার শিল্পকলা একাডেমীর সামনে ছাত্রলীগের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে এবং অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরখাস্ত করার দাবীতে মঙ্গলবার সন্ধ্যায় আমতলীতে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামীলীগ এর অঙ্গসংগঠন

আমতলীর বঙ্গবন্ধু সড়কের আল হেলাল চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভটি নতুন বাজার চৌরাস্তা মোরে গিয়ে এক সমাবেশ করে

সমাবেশে বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা এ্যাভোকেট এমএ কাদেও মিয়া, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, আমতলী সদও ইউনিয়নের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল প্যাদা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছোবাহান লিটন, যুবলীগের সহ-সভাপতি মাহবুব প্যাদা, ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ বক্তারা ১৫ আগস্ট বরগুনার শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের নেতা কর্মীদের উপর অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীর নেতৃত্বে বর্বোরচিত হামলা এবং বরগুনা - আসনের এমপি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভুর সাথে অসৌজন্য মূলক আচরনের তিব্র নিন্দা জানান এবং তাকে চাকুরী থেকে বরখাস্ত করার দাবী জানান

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে