মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নীলফামারীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১৭ আগস্ট ২০২২, ১৮:৪০
নীলফামারীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নীলফামারীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৫ সালের ১৭ই আগষ্ঠ দেশব্যাপী পাঁচ শতাধিক স্থানে তৎকালীন বিএনপি সরকারের মদদপুষ্ট ভয়ংকর জঙ্গিগোষ্ঠী জেএমবির বোমা হামলা ও সাম্প্রতিক সময়ে সারাদেশে বিএনপি জামায়াত জোটের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলের নেতৃত্বদেন নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

বুধবার (১৭ আগষ্ঠ) সকালে আওয়ামীলীগ নীলফামারী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি রোকনুজ্জামান লেমন প্রমূখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে