বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

মহম্মদপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২২, ২০:১৮
মহম্মদপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মহম্মদপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশের ন্যায় মাগুরার মহম্মদপুরে বুধবার (১৭ আগষ্ট) বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। এদিন বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর স্থানীয় বাসস্টান্ডে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তফা সিদ্দিকী লিটন, মহিলা সম্পাদিকা বেবী রাজনীন, যুবলীগের সভাপতি বিপ্লব রেজা বিকো, কৃষক লীগের সভাপতি মশিউর রহমান টুকু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদার, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাগর প্রমুখ বক্তব্য দেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে