সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ফুলবাড়ীতে ট্রাক উল্টে খাদে পড়ে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২২, ২১:৩৯
ফুলবাড়ীতে ট্রাক উল্টে খাদে পড়ে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু
ফুলবাড়ীতে ট্রাক উল্টে খাদে পড়ে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে গিয়ে ট্রাক যাত্রী ককাঠ ব্যবসায়ীর মৃত্যু।

নিহত কাঠ ব্যাসায়ী ইছাহাক (৪৫) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বাসীন্দা বলে জানাগেছে। এঘটনার পর চালক হেলপার পলাতক রয়েছে।

বুধবার সন্ধা সাড়ে সাতটায় উপজেলার ব্রর্ম্মচারী নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এদুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাঠ বোঝাই ট্রাক (ঢাকা মেট্র-ন-১৬-১৮১৮) একটি ট্রাক বিরামপুর অভিমুখে যাওয়ার পথে ব্রর্ম্মচারী নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকটি উল্টে গিয়ে ওই ট্রাকের নিচে চাপাপড়ে ট্রাকে থাকা কাঠ ব্যবসায়ী ইছাহাক আলীর মৃত্যু হয়।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন পুলিশের নিকট খবর পেয়ে আহত ও নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ওসি আশ্রাফুল ইসলাম জানান ট্রাকটি নিরাপত্তার জন্য হেফাজতে রাখা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে