প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠে জনসভায় যোগ দিবেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে কুতুবদিয়ায় স্টিমারঘাটে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নেমেছে।
বুধবার (৭ ডিসেম্বর) ভোরে হাজারো নেতাকর্মী নৌ-যোগে লঞ্চ, ডেনিশ বোট, স্পিডবোটে জনসভায় যোগ দিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে স্লোগানে-স্লোগানে লঞ্চঘাটে আসতে দেখে যায় নেতাকর্মীদের।
উল্লেখ, সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী-পাটোয়ারটেক সৈকতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়ার উদ্বোধন করবেন তিনি। পরে দুপুরে সৈকতের লাবনী পয়েন্টের কাছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
যাযাদি/সাইফুল