শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
walton

ভেদরগঞ্জে সরকারি হেড কোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
  ০৩ জানুয়ারি ২০২৩, ১৩:৫২
আপডেট  : ০৪ জানুয়ারি ২০২৩, ১১:২৩

ভেদরগঞ্জ সরকারি হেড কোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমানকে বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে ৩৮ বছর সুনামের সাথে কর্মজীবন শেষে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়বরণ করেন। তাকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট দিয়ে বিদায় জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এসময় বিদ্যালয় থেকে বিদায়বরণ করার সময়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অশ্রুসিক্ত নয়নে তাঁকে বিদায় দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান নবনিযুক্ত শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহালুল খান বাহার অত্র স্কুলের এন্ড কলেজের সহকারী শিক্ষক শিক্ষীকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

যাযাদি/সাইফুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে