বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরশুরামে নিরাপদ খাদ্য নিশ্চিতে জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামুলক কর্মসূচি

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৩, ১৫:০৭

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় আয়োজনে জনপ্রতিনিধিদের নিয়ে “নিরাপদ খাদ্য বিষয়ক” জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি(বুধবার) সকাল ১১.০০ টায় অফিসার্স ক্লাব সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। এতে মুল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেনী জেলা কর্মকর্তা সামছুল আরেফিন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, পরশুরাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতীব দেব, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভুইয়া, পৌরসভার প্যানেল মেয়র আবু শাহাদাৎ চৌধুরী লিটন, কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন, আবদুল মান্নান, আবু তাহের বাঘা, এনামুল হক এনাম, আবদুল মান্নান লিটন, কামাল উদ্দিন, নিজাম উদ্দিন সুমন, রাহেলা আক্তার, এর আগে একই সভাকক্ষে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয় এতে হোটেল, বেকারী মালিক কর্মচারী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে