বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

খাষকাউলিয়া ইউপিতে শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরত্ব শীর্ষক আলোচনা সভা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৩, ১৫:২৯
খাষকাউলিয়া ইউপিতে শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরত্ব শীর্ষক আলোচনা সভা
খাষকাউলিয়া ইউপিতে শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরত্ব শীর্ষক আলোচনা সভা

ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের চৌহালীর খাষকাউলিয়া ইউপিতে উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরত্ব শীর্ষক উপজেলা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত ৷ বুধবার সকালে অস্থায়ী খাষকাউলিয়া ইউপি কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুতের সভাপতিত্বে।

ইউপি সচিব হাফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশিস কুমার ঘোষ, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ সরকার,ইউপি সদস্য হাবিবুর রহমান হাবলু, শাহিন সিকদার , সেলিম রেজা, রবিউল ইসলাম ও নারী নেত্রী কাজীপন্নী প্রমুখ।

আলোচনা সভায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে ব্যাপক আলোকপাত করা হয় ৷ এদিকে ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত বলেন, শিশুদের সুরক্ষায় পরিবারের সবাইকে সচেতন থাকার আহ্বান জানান ৷

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে