সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আটপাড়ায় বিএডিসি’র ভাসমান পাম্প চালু করেন ইউএনও

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৩, ২০:০৬
আটপাড়ায় বিএডিসি’র ভাসমান পাম্প চালু করেন ইউএনও
আটপাড়ায় বিএডিসি’র ভাসমান পাম্প চালু করেন ইউএনও

আসাদুজ্জামান খান সোহাগ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার সদর বানিয়াজান ইউনিয়নের ব্রজের বাজারে মগড়া নদীর পাড়ে বিএডিসি’র ভাসমান পাম্প চালু করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, পাম্পের তত্বাবধায়ক বানিয়াজান সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মো: রেনু মিয়া, ইউ.পি সদস্য মো: লুৎফুর রহমানসহ অত্র সেচের উপকারভোগী কৃষক প্রমূখ। এই পাম্পটি চালু হওয়ায় বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান, পাঁচগছ, কামতলা, পাহাড়পুর ও শুনই ইউনিয়নের গোয়াতলা গ্রামের সকল ইরি-বোরো ধান চাষের জন্য পানি সরবরাহ করা হবে। পাম্প চালুর সময় সকল কৃষকগণের উদ্দেশ্যে নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি উন্নয়নের জন্য বিএডিসি কর্তৃক বরাদ্দকৃত ২৫ কিউসেক ভাসমান পাম্পটি চালু হওয়ায় ইরি- বোর মৌসুমে সঠিক সময়ে পানি সরবরাহ করা সম্ভব হবে। এতে কৃষকদের উন্নয়ন ঘটার সাথে সাথে দেশেও খাদ্য মজুদ বাড়বে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে