বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ-২ নৌকার প্রার্থী মু.জিয়াউর রহমান বিজয়ী

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৯
চাঁপাইনবাবগঞ্জ-২ নৌকার প্রার্থী মু.জিয়াউর রহমান বিজয়ী
চাঁপাইনবাবগঞ্জ-২ নৌকার প্রার্থী মু.জিয়াউর রহমান বিজয়ী

জাতীয় সংসদের ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট)শূন্য আসনের উপনির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।

এই আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান ৯৪ হাজার ৯২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

1

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম (মাথাল) ১৪ হাজার ৩০৯ ভোট, জাকের পার্টির প্রার্থী গোলাম মোস্তফা (গোলাপ ফুল) ১ হাজার ৮৭০ ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুর রাজ্জাক (লাঙ্গল) ৩ হাজার ৬১ ভোট, বিএনএফ প্রার্থী নবীউল ইসলাম (টেলিভিশন) ১ হাজার ৪৭৩ ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বুধবার রাতে এই ফলাফল ঘোষণা করেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে