শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
walton

শ্রীবরদীতে সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের বর্ষপুর্তি অনুষ্ঠান

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১২

শেরপুরের শ্রীবরদীতে সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের বর্ষপুর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বিকালে সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য ও যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান হিটলারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন ও সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, ওসি তদন্ত নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, সকল ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ। রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে