নানা আয়োজনে মধ্য দিয়ে গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এদিকে গাজীপুর মহানগর যুবলীগ ও জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরের দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
এউপলক্ষ্যে গাজীপুুর সিটি কর্পোরেশন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, ডুয়েট, জাতীয় বিশ^বিদ্যালয়, উন্মুক্ত বিশ^বিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ^বিদ্যালয় বিভিন্ন কর্মসূচি পালন করে।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং শিশু দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেন।যাযাদি/ এস