টাঙ্গাইল জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য আয়নাল হক ও কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লবকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
সংবর্ধনা অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক মোঃ আমির হোসেন। রতনগঞ্জ বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুবকর সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আয়নাল হক ও নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আলী, রতনগঞ্জ বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি সাহেব আলী প্রমূখ।
যাযাদি/ এসএম