মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

উখিয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

উখিয়া  ( কক্সবাজার)  প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ১৩:২৫
উখিয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
উখিয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

কক্সবাজারের উখিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা গতকাল শনিবার উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উখিয়া টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহি উদ্দিন মহিন কবি আদিল উদ্দিন চৌধুরী ও উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় হাসপাতলে চিকিৎসা সেবার মানোন্নয়নে কর্মরত ডাক্তার ও নার্সদের আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের পাশাপাশি দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকে সেবার মান বাড়ানোর উপায় গুরুত্ব আরোপ করা হয় । পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চারিদিকে সীমানা প্রাচীর সুরক্ষা ও নিরাপত্তার জন্য নির্মাণাধীন বাউন্ডারি ওয়াল পরিদর্শন করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে