বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

আটপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
  ২২ মার্চ ২০২৩, ১৫:০৪
আটপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আগামী ৩০ এপ্রিল বোর্ডের রুটিন অনুযায়ী সারা দেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বানিয়াজান সরকারি সি.টি. পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোণা-০৩ (আটপাড়া-কেন্দুয়া নির্বাচনী এলাকা-১৫৯) এর সাংসদ অসীম কুমার উকিল।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: শাকিল আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, সহকারী কমিশনার (ভূমি) মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আতিকুর রহমান খান, অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার, ওসি তদন্ত মো: আব্দুর রহিম, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ প্রমূখ। এ উপলক্ষে সকালে প্রধান অতিথির উপস্থিতিতে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামাল উদ্দীন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা। প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদায়ী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত থাকতে এবং বাল্য বিবাহ রোধ করতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে