মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

তালতলীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর

তালতলী (বরগুনা) প্রতিনিধি
  ২২ মার্চ ২০২৩, ১৬:০৯
তালতলীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর
তালতলীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর

বরগুনার তালতলীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

1

উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন চুন্নু, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া (আলম মুন্সী), নিশান বাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুছ প্রমুখ।

অনুষ্ঠানে তালতলী উপজেলার ৩০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে