শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে গার্ল গাইডস কোম্পানি ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ,মৌলভীবাজার
  ২২ মার্চ ২০২৩, ১৬:১৭

এসো স্বদেশ ব্রতে মহা দীক্ষা লভি, এই প্রতিবাদ্য নিয়ে মহান স্বাধিনতার মাসে সাতজন বীরশ্রেষ্টকে উৎসর্গ করে মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যাল গার্ল গাইডস কোম্পানি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী গার্ল গাইডস্ এসোসিয়েশন মৌলভীবাজার শাখার আয়োজনে এবং হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গার্ল গাইডস কোম্পানি ক্যাম্প অনুষ্ঠিত হয়।

হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম এর সভাপতিত্বে এবং গার্ল গাইডস্ এসোসিয়েশন মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার এর পরিচালনায় স্কুল পর্যাযে গার্ল গাইডস কোম্পানি ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান,মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ময়নূল হক,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া,গার্ল গাইডস্ এসোসিয়েশন মৌলভীবাজার শাখার কমিশনার নূরজাহান সুয়ারা। বক্তব্য রাখেন সৈয়দা খায়রুননেছা ইয়াসমিন,হেমপ্রভা সিনহা নাজমা বেগম প্রমুখ। কোম্পানি ক্যাম্পের কমান্ডারের দায়িত্বে ছিলেন মাধুরী মজুমদার। কোম্পানি ক্যাম্পে মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও স্বাগতিক হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস্ ১০০জন সদস্য অংশ গ্রহণ করে। দলগতভাবে বিভক্ত হয়ে নাচ,গান,আবৃত্তি,মহা তাবু ফায়ারিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে