নেত্রকোনা জেলা পুলিশ ফুটবল দল বুধবার ময়মনসিংহ রেঞ্জ পুলিশ ফুটবল টুনার্মেন্টে রানার্সআপ ট্রফি অর্জন করেছে। নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম।
জানা গেছে, ময়মনসিংহ রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্টে নেত্রকোনা জেলা পুলিশ একাদশ বনাম ময়মনসিংহ জেলা পুলিশ একাদশের মধ্যকার প্রতিদ্বন্ধিতাপূর্ন ফাইনাল খেলায় ময়মনসিংহ জেলা পুলিশ একাদশ ১-০ গোলের ব্যবধানে বিজয়ী হয় এবং নেত্রকোনা জেলা পুলিশ একাদশ রানার্সআপ ট্রফি অর্জন করে।
টুর্নামেন্টের প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম । এ সময় ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। যাযাদি/ এম