সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় ৯৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সিএনজি উদ্ধার

স্টাফ রিপোর্টার কুমিল্লা
  ২৬ মার্চ ২০২৩, ১১:৪৯
কুমিল্লায় ৯৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সিএনজি উদ্ধার
ছবি-যাযাদি

গত ২৫ মাচ রাত ৯ টার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে বিশ্বস্ত সূত্রে সংবাদের প্রেক্ষিতে কুমিল্লা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কোতয়ালী মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ীর রাত্রিকালীন টহল ডিউটিরত অফিসার ফোর্স কোতয়ালী মডেল থানাধীন ৪ নং আমড়াতলী ইউপিস্থ শালুকমোড়া সাকিনে জামে মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অবস্থান করেন।

রাত ৯ ঘটিকার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে, ভারতীয় সীমান্তবর্তী এলাকা হইতে দ্রুতগতিতে আসা একটি সিএনজি গাড়ীর ড্রাইভার তাহার সঙ্গীয় আরো ২ জন সহ মোট ৩ জন অনটেষ্ট সিএনজি গাড়ীটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সিএনজি গাড়ীর ভিতর থেকে ৪ টি প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে সর্বমোট ৯৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে অনটেষ্ট সিএনজি গাড়ীর ড্রাইভার সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মাদক আইনে অত্র মামলা দায়ের করে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে