বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবসে সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ২৬ মার্চ ২০২৩, ২০:৫৯

স্বাধীনতা দিবসে চুয়াডাঙ্গা সীমান্তে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ ।

রবিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় দর্শনা বন্দর চেকপোস্ট সীমান্তের শুন্য রেখায় মিত্র দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে মিষ্টি তুলে দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির কুষ্টিয়া সেক্টর ও চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফ’র কৃষ্ণনগর সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমানডেন্ট ও কোম্পানী কমান্ডারকে মিষ্টি উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার নওশের আলী, দর্শনা আইসিপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জব্বার। বিএসএফ’র পক্ষে ছিলেন গেঁদে কোম্পানীর ইন্সপেক্টর হরেন্দ্রর সিং।

মহান স্বাধীনতা যুদ্ধে বন্ধু দেশ ভারতের অবদানকে স্মরণ করে এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়। বিএসএফ জওয়ানরাও বাংলাদেশের স্বাধীনতা দিবসে সকল বাংলাদেশী ও বিজিবিকে শুভেচ্ছা জানায়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে