শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবসে সিঙ্গাইরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৩, ২১:৩২

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গাইরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মার্চ) সন্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠান হয়। এতে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথের সভাপতিত্বে ইফতার পূর্ব মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম। সহকারি কমিশনার (ভূমি) জালাল উদ্দিন ও আবৃত্তি শিক্ষক সাকিল আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, পৌর মেয়র আবু নাঈম মো: বাশার, পুলিশ পরিদর্শক (ওসি) মিজানুল ইসলাম, প্রকৌশলী মুহাম্মদ ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুর রহমন ও যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম প্রমুখ।

এসময় জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু, উপজেলা আওয়ামী লীগের সবেক সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, মানিকগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি সিঙ্গাইর জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার (ডিজিএম) সফিকুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার, জেলা পরিষদ সদস্য তমিজ উদ্দিন, মহিলা সদস্য রিপন অাক্তার, সাবেক সদস্য কহিনুর ইসলাম সানি, উপজেলা কৃষি অফিসার টিপু সুলতান সপন, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আজরা জাবীন, ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাটু, শাহাদাৎ হোসেন, আবুল হোসেন, জাহিদুল ইসলাম ভূইঁয়া, আব্দুল হালিম, কামরুজ্জামান, জাহিনুর রহমান সৌরভ, রিপন দেওয়ান, পৌর কাউন্সিলর সমেজ উদ্দিন, সামসুল ইসলাম, কামাল হোসেন পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াছ হেসেন লিটনসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশিল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠন। এছাড়া সিঙ্গাইর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে