সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

স্বর্ণজয়ী কাউন্সিলরের স্বপ্ন এবার মেয়র হওয়ার

গাজীপুর প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২৩, ২০:০৭
আপডেট  : ০৬ এপ্রিল ২০২৩, ২৩:১৭
স্বর্ণজয়ী কাউন্সিলরের স্বপ্ন এবার মেয়র হওয়ার
স্বর্ণজয়ী কাউন্সিলরের স্বপ্ন এবার মেয়র হওয়ার

একাধিক বার নির্বাচিত স্বর্ণজয়ী গাজীপুর সিটির ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল এবার মেয়র হওয়ার স্বপ্ন দেখছেন। গাজীপুর সিটির বিভিন্ন ওয়ার্ডে তার সমর্থিত শত শত নেতা-কর্মী-সমর্থকদের সকলের সহযোগিতায় তিনি তার এ স্বপ্ন বাস্তবায়ন করতে চান। নির্বাচনের পূর্নাঙ্গ তপসিল ঘোষণা না হলেও ইতোমধ্যে অনেক প্রার্থী ভোটার কাছে ভোট চাইতে শুরু করেছেন।

ইতোমধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এবং গাজীপুর সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ডের একাধিকবার স্বর্ণ বিজয়ী কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা করে নির্বাচনী শো’ডাউন শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত তিনি টঙ্গী বাজার, চেরেগালী, মিলগেইট, মরকুন,মাজুখান, জাজর, মাজুখান, ধীরাশ্রম গাছা এলাকায় মোটর শোভা যাত্রা করেছেন।

এরআগে তিনি গত ৪ এপ্রিল গাজীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে গনসংযোগ শুরু করেন। গণসংযোগকালে মামুন ভোটারদের কাছে ১৯দফা নির্বাচনী ইশতেহার সম্বলিত লিফলেট বিতরণ ও তাদের দোয়া সহযোগিতা কামনা করেন। মামুন বলেন, জনকল্যাণমূলক কাজে ২০১৯সালে এবং শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে ২০২০ ও ২০২২সালে তিনি স্বর্ণপদক পান।

এলাকাবাসীর জন্য বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে অংশগ্রহণ ও সহযোগিতা করার কারণে তিনি এবার আশা করেন মেয়র পদে তিনি মনোনয়ন পাবেন। তিনি বলেন, আমি বিশ^াস করি এবারের গাজীপুর সিটি নির্বাচনে আমাকে নৌকা প্রতীক দিয়ে মেয়র হিসাবে নির্বাচন করার সুযোগ দেবেন মাননীয় প্রধান মন্ত্রী।

ইশতেহারে যা রয়েছে ন্যায়, নীতি, সততা, ইনসাফ, আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, আদিবাসী, উপজাতিসহ সকল মানুষের জন্য শান্তির নগরী হিসেবে গড়ে তোলা।

বিগত দুই মেয়াদে যা হয়নি কিন্তু খুবই প্রয়োজনীয় নগরবাসীর সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক স্মার্ট নগর ভবন গড়ে তোলা। সবার জন্য শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষা বান্ধব নগরী গড়ে তোলা।

শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের মাধ্যমে এবং শিল্প মালিকদের সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে শ্রমিক ও শিল্পবান্ধব নগরী গড়ে তোলা। চাঁদাবাজী ও হয়রানী মুক্ত পরিবেশে ব্যবসায়ীদের জন্য হালাল ও বৈধ ব্যবসার মাধ্যমে ব্যবসা বান্ধব নগরী গড়ে তোলা।

রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে আধুনিক ও স্মার্ট নগরী গড়ে তোলা। খাল খনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ ও পয়নিষ্কাশনের যুগোপযোগী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নাগরিক সেবা প্রদান করা।

আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতা নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক নির্মূল করা, ইভটিজিং ও ধর্ষণ প্রতিরোধ করে নিরাপদ নগরী গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা করা। নগরের প্রত্যেক বাড়ী ঘরের, ব্যবসা প্রতিষ্ঠানের, শিল্প-কলকারখানা, হাসপাতাল, মার্কেট, বাজার ও অন্যান্য প্রতিষ্ঠানের বর্জ্য পরিস্কারের মাধ্যমে স্মার্ট ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদন করা।

নগরের প্রত্যেক অঞ্চল এলাকায় একটি করে গণকবরস্থান, একটি করে খেলার মাঠ, একটি করে পার্ক নির্মাণ করা। নারী ও পোশাক শ্রমিক সহ সকল পেশাজীবী ও শ্রেণি পেশার মানুষদের রাতে রাস্তায় চলাচলের জন্য পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা করা। মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন, কওমী মাদরাসা, এবতেদায়ী মাদরাসা, দাখিল, আলীম, ফাজিল, কামিল মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল, হাই স্কুল, ল' কলেজ, নার্সিং কলেজ, কারিগরি স্কুল ও কলেজ, মেডিকেল কলেজ, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য একটি আধুনিক স্মার্ট মিলনায়তন, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী এবং রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠা করা।

নগরীর সব শ্রেণী পেশার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নগরের প্রত্যেক অঞ্চলে একটি করে স্বাস্থ্য কেন্দ্র/মাতৃসদন হাসপাতাল নির্মাণ করা যেখানে এম্বুলেন্স ও অনলাইন হেল্প হেলথ সেন্টারের সুবিধা থাকবে। নিয়মিত মশক নিধনের মাধ্যমে নগরবাসীর সেবা প্রদান করা। নগরীর সব ওয়ার্ডে-পাড়া-মহল্লায় ও বাড়ীতে ব্যাপকভাবে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপনের মাধ্যমে ঐতিহ্যবাহী ভাওয়ালের শালবনের গাজীপুর মহানগরীকে সবুজ নগরী হিসাবে গড়ে তোলা।

সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থ থেকে অস্বচ্ছল প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক মানুষদের এবং মেধাবী ছাত্র-ছাত্রী সহ অন্যান্য মানুষদের ভাতা প্রদান করা। নগরীর প্রত্যেক বাসায় বাসায় সুপেয় পানি সরবরাহ করার সর্বাত্মক প্রচেষ্টা করা। আবাসিক, বাণিজ্যিক, শিল্পহোল্ডিং ট্যাক্সের ক্ষেত্রে নগরবাসীর জন্য বাস্তব সম্মত কর নির্ধারণ করা ও গাজীপুর সিটি কর্পোরেশনের শুরু ও শেষ সীমানায় (স্বাগতম ও বিদায় গেইট) তোরণ নির্মাণ করা।

গাজীপুরে নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান জানান, সিডিউল অনুযায়ি আগামী ২৫মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মনোনয়নয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ হলো ৩০ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহরের শেষ তারিখ ৮মে। নির্বাচণের শিডিউল ঘোষনার পরে কোন প্রার্থীর পক্ষে এ ধরণের মোটর শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে