বরগুনার আমতলী উপজেলার ছোট নীল গন্জ গ্রামের সপ্তম শ্রেনীর এক ছাএী ৮ মাসের অন্তসত্বা হওয়ার ঘটনা ঘটেছে।
আমতলী উপজেলার চিলা এইচ,বি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাএী সে ।
এ ঘটনায় মেয়ের বাবা মো: আবুল সর্দার বাদী হয়ে বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পৃথক ২ টি মামলা দায়ের করেছেন ।
এ্কটিতে ২ সন্তানের জনক প্রতিবেশী মো: ফারুক সিকদার ও তার স্ত্রী মোসা: জাকিয়া বেগম কে আসামী করা হয়েছে ।
অপর মামলায় মো: ফারুক সিকদারের ছেলে মো: রিমন (১৮) ও রিমনের মা মোসা: জাকিয়া বেগম কে আাসামী করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলা ২ টি আমলে নিয়ে ওসি ডিবিকে তদন্ত রিপোর্ট প্রদানের আদেশ দিয়েছেন ।
মামলার বিষয়ে ও ঘটনার বিষয়ে সরিজমিনে গিয়ে জানা যায়, আবুল সর্দারের আপন ভাই মো: বেল্লাল সরদারের ছেলে সামৗম সরদার এ ঘটনার সাথে জড়িত, আবুল সর্দার তার আপন ভাইয়ের ছেলেকে বাচাতে প্রতিবেশীদের নামে মিথ্যা মামলা করেছেন, এমন দাবী ফারুক সিকদারের পরিবারের ও এলাকাবাসীর ।
উল্লেখ্য ২৬/০৮/২০২২ তারিখে আবুল সরদারের বসত ঘর আগুন লেগে পুড়ে যায় । এ ঘটনায় আবুল সর্দার ১২ জনকে আসামী করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে মামলা দায়ের করেন ।
আবুল সর্দরের ঘর পুড়ে যাওয়ায় তার পরিবার নিয়ে তার আপন ভাই বেল্লাল সরদারের ঘরে উঠেন .সে ঘরে তার ভাইয়ের ছেলে সামীম সরদার ও একএে থাকাকালীন আবুলের মেয়ের সাথে অবৈধ সর্ম্পকের কারনে তার মেয়ে অন্তসত্বা হয় বলে দাবী করেন ফারুক সিকদারের স্ত্রী জাকিয়া বেগম ও তার বড় ভাই ।
সরেজমিনে গিয়ে সাংবাদিকেরা ঐ ছাএীর সাথে কথা বলতে চাইলে ছাএীর বাবা আবুল সরদার মেয়েকে সাংবাদিকদের সাথে কথা বলতে দেন নি । আবুল হেসেন বলেন মামলা দিয়েছি কোর্ট বুঝবে আমি আমার মেয়েকে সাংবাদিকের সাথে কোন কথা বলতে দেব না । কে হবে মেয়েটির গর্ভের সন্তানের পিতা , এলাকায় এ নিয়ে চাঞল্যের সৃষ্টি হয়েছে।
যাযাদি/ এম