শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ডাংমড়কাকা বাজারে জননী মটরস্ শাখা উদ্বোধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ৩০ মে ২০২৩, ২১:০৩
ডাংমড়কাকা বাজারে জননী মটরস্ শাখা উদ্বোধন
ডাংমড়কাকা বাজারে জননী মটরস্ শাখা উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজারে হোন্ডা বাংলাদেশ লিমিটেড এর অথরাইজড্ পরিবেশক জননী মটরস্ এর শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ডাংমড়কা বাজারে এ শাখার উদ্বোধন করেন, হোন্ডা বাংলাদেশ লিমিটেড এর জেনারেল ম্যানেজার (কাষ্টমার এন্ড সার্ভিস) আতসুশি ইজুমি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।

জননী মটরস্ এর স্বত্বাধিকারী হুমায়ন কবীর জনির সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে মথুরাপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আরাফাত রহমান পাপ্পু সহ হোন্ডা বাংলাদেশ লিমিটেড ও জননী মটরস্ এর কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে