শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

 চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের কমিটি গঠন

চৌদ্দগ্রাম ( কুমিল্লা) প্রতিনিধি
  ৩১ মে ২০২৩, ১৫:৩৮
 চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের কমিটি গঠন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংলাদেশ গণঅধিকার পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩১ মে) দুপুরে মুন্সিরহাট বাজারের একটি অভিজাত হোটেলে আলোচনা সভায় চৌদ্দগ্রাম উপজেলার গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ মিজানুর রহমান ও সদস্য সচিব মোঃ ফারুক হোসেন উপস্থিতি থেকে এই কমিটি গঠন করা হয় ।

গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র অনুযায়ি উক্ত ইউনিয়ন কমিটিতে মোঃ কবির খানকে আহবায়ক ও সানাউল্লাহ সানিকে সদস্য সচিব করে আগামী ৬ মাসের জন্য এই অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে ৬ জন, যুগ্ম আহবায়ক- ৬ জন, যুগ্ম সদস্য সচিব এবং ৭ জনকে করা হয় কার্যকরী সদস্য। ২১ জনের এই কমিটি আগামী ৬ মাস মুন্সিরহাট ইউনিয়নের গণঅধিকার পরিষদের সকল দায়িত্ব সততার সহিত পালন করবেন। নবগঠিত কমিটিকে শুভেচ্ছান জানিয়েছেন কুমিল্লা জেলার গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক কে এম ফরিদ আমিন।

তিনি বলেন, চৌদ্দগ্রাম উপজেলার ইউনিয়ন পর্যায় সর্ব প্রথম গণঅধিকারের পরিষদের কমিটি গঠন, এটি একটি মহা সাফল্য। গণতন্ত্রের উত্তরণে আমি ইউনিয়ন কমিটির আহবায়ক মোঃ কবির আহমেদ সানাউল্লাহ সানিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে