বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উখিয়ায় এপিবিএন পুলিশের সাথে মতবিনিময় সভা 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০১ জুন ২০২৩, ১৭:৩২

বাংলাদেশ পুলিশের এ্যডিশনাল আইজিপি (এন্টি টেররিজম ) এস এম রুহুল আমিন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

বুধবার ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উখিয়া ৮ এপিবিএন পুলিশের অধিনায়কের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ্যডিশনাল আইজিপি এস এম রুহুল আমিন বলেন, ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় এপিবিএন পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ক্যাম্প কে অপরাধমুক্ত রাখতে মাদক পাচার বন্ধ, অস্ত্র উদ্ধার ও সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ সদস্যদেরকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রাখতে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ডিআইজি (এফডিএমএন ) জামিল হাসান, এ্যডিশনাল ডিআইজি এস এম ফজলুর রহমান, এ্যডিশনাল ডিআইজি, এন্টি টেররিজম ইউনিটের কানিজ ফাতেমা, এন্টি টেরিজম ইউনিটের এ্যডিশনাল ডিআইজি আব্দুল মান্নান মিয়া, চট্টগ্রাম রেঞ্জের এ্যডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান, ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক (এ্যডিশনাল ডিআইজি) মোঃ আমির জাফর, ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক ( এ্যডিশনাল ডিআইজি ) সৈয়দ হারুনুর রশিদ ও ১৬ এবিপিএন পুলিশের অধিনায়ক (এ্যডিশনাল ডিআইজি) হাসান বারী নুর সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে এ্যডিশনাল আইজিপি এস এম রুহুল আমিন ৮ এপিবিএন পুলিশের অধিনায়কের কার্যালয়ে পৌঁছলে একটি সুসজ্জিত তাকে দল অভিবাদন জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে