শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গফরগাঁওয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
  ০১ জুন ২০২৩, ১৮:২৬
গফরগাঁওয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
গফরগাঁওয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক (৩০) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকালে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের বলদী গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মানিক বলদী গ্রামের এজাহার মিয়ার ছেলে।

জানা যায়, ঘটনার দিন সকালে সে তার বাড়ির নিজস্ব অটো গ্যারেজে অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুতের শর্ট খেয়ে আহত হয় । পরে স্বজনরা দ্রুত তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। নিহত মানিক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয় নাই তিনি জানান।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে