বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

মায়ের লাশ কবর দিতে ছেলেদের বাঁধা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  ০৯ জুন ২০২৩, ২৩:৩৯
মায়ের লাশ কবর দিতে ছেলেদের বাঁধা

পটুয়াখালীর বাউফলে মায়ের লাশ ছেলেদের বাধাঁর মুখে দাফন বন্ধ। আজ শুক্রবার (৯ জুন) উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের ঘটে এ ঘটনা। রাত সোয়া ৮টা বাজলেও এখনও কোন সুরাহা হয়নি মরদেহ দাফনে।

মেয়ে নাাছিমা বেগম বলেন, তার মা রুশিয়া বেগম(৬৫) আজ শুক্রবার দুপর ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান। মা দীর্ঘদিন পর্যন্ত ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মায়ের চিকিৎসা তারা বোনেরা করেছেন। ভাইয়েরা চিকিৎসার কোন খরচ দেন নাই। মায়ের মৃত্যুর পর নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে।

মাকে এখন পর্যন্ত গোসল ও দাফনের ব্যবস্থা করা হয়নি। আমরা মাকে দাফনের কথা বললে তাদের ভাই সুমন ও সায়েম বলে দাফনের আগে জায়গা জমির ভাগ হবে তারপর লাশের দাফন করা হবে। এর আগে কোন দাফন করা হবেনা। এ নিয়ে ভাই বোনদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায় ভাই সুমন ও সায়েম বোন নাছিমাকে চেয়ার দিয়ে পিটিয়ে মারধর করে আহত করে।

কোন উপায় না পেয়ে নাছিমা বেগম থানায় আসেন যাতে তার মার লাশ দাফন করা হয়।

এলাকাবাসী বলেন, নাছিমা বেগম হলো দ্বিতীয় ঘরের মেয়ে। সুমন ও সায়েম তাদের সৎ ভাই। তাদের বাবা ১০বছর হয় মারা গেছেন। জায়গা জমি বুঝ নিতে মূলত লাশ ছেলেরা দাফন করতে দিচ্ছেনা।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে