শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

অনিয়ন্ত্রিত গতিই সড়ক দুর্ঘটনার মূল কারণ: এসপি রেজাউল করিম

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৫, ১৭:৪৩
অনিয়ন্ত্রিত গতিই সড়ক দুর্ঘটনার মূল কারণ: এসপি রেজাউল করিম
শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভায় এসপি রেজাউল করিম: ছবি যায়যায়দিন

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে ‘নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় হাইওয়ে থানা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালালেই দুর্ঘটনা ঘটে। সকল পক্ষের সচেতনতায়ই নিরাপদ মহাসড়ক নিশ্চিত করা সম্ভব।’

তিনি আরও জানান, ২০ বছরের বেশি পুরোনো বাস ও ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ মহাসড়কে চলতে পারবে না। ইতোমধ্যে শেরপুরে একটি পুরোনো যানবাহন জব্দ করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

এসপি রেজাউল করিম আরও বলেন, ‘মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করা হবে। ট্রাফিক আইন মানা এবং যত্রতত্র পারাপার বন্ধ করলেই অনেক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন। সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

তিনি বলেন, ‘জনগণের সহযোগিতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয়। তাই আমাদের এই প্রচেষ্টায় সবার সচেতন অংশগ্রহণ কাম্য।’

সভায় আরও বক্তব্য দেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল, জেলা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদসহ পরিবহন শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা।

সভা শেষে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের আহ্বান জানানো হয়। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন মহসিন মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে