শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

রৌমারীতে বিপুল পরিমান ইয়াবাসহ যুবক আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৫, ১৭:৪০
রৌমারীতে বিপুল পরিমান ইয়াবাসহ যুবক আটক
যায়যায়দিন

রৌমারীতে ২২ হাজার ১’শ পিচ ইয়াবাসহ রফিকুল ইসলাম রফিক (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রফিক কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামের সাবেক সেনা সদস্য আনোয়ার হোসনের ছেলে বলে জানা গেছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, দীর্ঘদিন থেকে রফিক মাদক ব্যবসা করে আসছিল। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এসআই তাজুল, আনোয়ার, শাহনেওয়াজ ও মোসাদ্দক হোসেনসহ সঙ্গিয় অফিসারসহ একদল পুলিশ চর ফুলবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত আনোয়ার হোসেন এর বাড়িতে অভিযান চালিয়ে ২২ হাজার ১’শ পিচ ইয়াবাসহ তার ছেলে রফিককে হাতেনাতে আটক করা হয়। এছাড়ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এর আগেও ২২ হাজার ইয়াবাসহ রফিককে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে