নীলফামারীর ডিমলায় তিন ইউনিয়ন পরিষদের মেয়াদউত্তীর্ণ হওয়ায় আগামী ১৭ জুলাই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
গতকাল শুক্রবার (৯ জুন) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় ইউপি নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
এতে ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকার, টেপাখড়িবাড়ী ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম ও খগাখড়ীবাড়ী ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
যাযাদি/ এসএম