মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
walton

দুমকিতে ২ ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  ১০ জুন ২০২৩, ১৪:০০

পটুয়াখালীর দুমকি উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

শুক্রবার (৯ জুন) রাতে বাংলাদেশ আওয়ামী লীগ এর সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করা হয়।

নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নে মোঃ তুহিন আকন এবং ৫ নং শ্রীরামপুর ইউনিয়নে মোঃ আমিনুল ইসলাম ছালাম মৃধা।

জানা গেছে, এই দুই ইউনিয়নে নৌকা প্রতীক পাবার জন্য প্রায় ১০ জন আওয়ামী লীগের নেতারা আবেদন করেন। তবে যাচাই বাছাইয়ের পর এই দুই জনকে মনোনীত করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

উল্লেখ্য, গত ৩১ মে দুমকির ২ নং লেবুখালী ও ৫ নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা হয়। তফসিল অনুযায়ী এই দুই ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৮ জুন, মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং আগামী ১৭ জুলাই ভোট গ্রহণের তারিখ। এছাড়া দুটি ইউনিয়নেই ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে