সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরিষাবাড়ী জাতীয় শোক দিবসে বিচ্ছিন্নভাবে নানা কর্মসূচি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  ১৫ আগস্ট ২০২৩, ২০:১৬
সরিষাবাড়ী জাতীয় শোক দিবসে বিচ্ছিন্নভাবে নানা কর্মসূচি
সরিষাবাড়ী জাতীয় শোক দিবসে বিচ্ছিন্নভাবে নানা কর্মসূচি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সরিষাবাড়ীতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অনেকে বিচ্ছিন্নভাবে নানা কর্মসূচি পালন করেছেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন স্থানীয় সাংসদ ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর্ মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান, বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান লুলু, সহকারি কমিশনার (ভূমি) মুহা. সাদ্দাম হোসেন, অফিসার ইনচার্জ মুহাম্মদ মুহাব্বত কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মী, সুধীজন উপস্থিথ ছিলেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় না থাকায় পৌরসভার বাউসী পপুলার মোড়ে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মোঃ হারুন অর রশিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিথ ছিলেন।

এছাড়াও ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি, ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান হেলাল সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালীভোজের আলোজন করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে