শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চিতলমারীতে প্রাথমিক স্তরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহিতুল ইসলামকে সংবর্ধনা প্রদান

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৭
চিতলমারীতে প্রাথমিক স্তরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক  মহিতুল ইসলামকে সংবর্ধনা প্রদান
চিতলমারীতে প্রাথমিক স্তরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহিতুল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাগেরহাটের চিতলমারীতে এ, কে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুল ইসলাম প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ দুপুর ১২ টায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাবুল কুমার ব্রহ্মের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের পক্ষ থেকে কেক কাটা ও মিস্টি বিতরণ করা হয়। একই সাথে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে উপহার হিসেবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহিতুল ইসলামকে ফুলের চারা, বই ও ডায়রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাবুল কুমার ব্রহ্ম, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক দাউদুল ইসলাম লিন্টু খানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, প্রধান শিক্ষক মহিতুল ইসলাম মাত্র কয়েক মাস পূর্বে এ বিদ্যালয়ে যোগদান করে শিক্ষার মানোন্নয়নে ব্যাপক কাজ করেছেন। শিক্ষার্থীদের উন্নত ও আনন্দময় পরিবেশে পড়া লেখা শিখানোর জন্য তার গৃহিত পদক্ষেপ সমূহ প্রসংশার দাবী রাখে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে