রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
walton

সরাইলে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিস থেকে ৯ লাখ টাকা চুরি

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিস থেকে ৯ লাখ টাকা চুরি হয়েছে। উপজেলার কালীকচ্ছ বাজারের এজেন্ট ব্যাংকিং অফিসে এই চুরির ঘটনা ঘটে।

গত সোমবার রাতে চুরির ঘটনা ঘটলেও আজ মঙ্গলবার সকালে অফিস খোলার পর বিষয়টি নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, কালিকচ্ছ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের একটি শাখা রয়েছে। শাখাটি পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আনসার নামে এক ব্যক্তি। তিনি সোমবার রাতে ব্যাংকিংয়ের শাখাটি বন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার সকালে এসে দেখেন অফিসের জানালার গ্রীল কাটা। ভেতরে রক্ষিত সিন্দুকটি ভেঙে সেখানে থাকা ৯ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি বলেন, আমরা ঘটনাটি তদন্ত শুরু করেছি। আশা করছি এই ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে